একাডেমিক ক্যারিয়ার গড়ায় আমরা অনন্য

দিনাজপুর উচ্চ বিদ্যালয়

মোঃ জিয়াউর রহমান

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

জনাব মোঃ রমিজ আলম

সভাপতি

প্রতিষ্ঠানের ইতিহাস

দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে জানা যায় যে, এই প্রতিষ্ঠানটি আনুমানিক ১৯৩০ সালে গোলাপবাগ মাদরাসা হিসেবে স্থাপিত হয় এবং এটি তখন দিনাজপুর সদরের গোলাপবাগ এলাকায় অবস্থিত ছিল। এর কয়েক বছর পর এই প্রতিষ্ঠানটি বর্তমান স্থানে ১৯৩৮ হতে ১৯৪২ সাল পর্যন্ত দিনাজপুর হাই মাদরাসা হিসেবে যাত্রা শুরু করে। তারপর ১৯৪৩ সালে হাই মাদরাসা কাম হাই স্কুল এ রুপান্তরিত হয় এবং এভাবে ১৯৬৪ সাল পর্যন্ত চলমান ছিল। এরপর ১৯৬৫ সালে অত্র প্রতিষ্ঠানটি পুরোপুরি হাই স্কুলে পরিণত হয় এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। অদ্যবধি এই নামেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।

জরুরী হটলাইন

সভাপতির বানী

দিনাজপুর উচ্চ বিদ্যালয় দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৫ সালে একাডেমিক স্বীকৃতি পেয়ে বর্তমান সময় পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। বয়জ্যোষ্ঠ ব্যক্তিবর্গের মাধ্যমে জানা যায়, এই বিদ্যালয়টি ১৯৪৫ সালেরও প্রায় এক যুগ পূর্বে মাদরাসা / হাই-মাদরাসা হিসাবে পরিচালিত হত। সময়ের প্রভাবে নাম পরিবর্তনের মাধ্যমে বর্তমানে দিনাজপুর উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করেছে। বিদ্যালয়টিতে ডাবল শিফটে (প্রভাতি শাখায় ছাত্রী ও দিবা শাখায় ছাত্র) ৩য় শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। বিদ্যালয়টির দুইটি বৃহৎ দ্বিতল ভবন যাহা পর্যায়ক্রমে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট ও বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে নির্মিত। বিদ্যালয়টিতে নবম শ্রেণীতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা এবং সময়ের প্রয়োজনে পেশা ভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস.এস.সি ভোকেশনাল কোর্সের সিভিল কন্সট্রাকশন ও কম্পিউটার শাখা চালু রয়েছে। তাছাড়া ৬ষ্ঠ শ্রেণী হতে ৭ম শ্রেণী পর্যন্ত উভয় শিফটে ক, খ শাখা চালু রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়টিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপিত হয়েছে, যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১৩ অগাস্ট ২০১৬ তারিখে শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১১০০ এর অধিক ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। দক্ষ পরিচালনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক / শিক্ষিকাগণের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি সার্বিক উন্নতির দিকে ধাবিত হচ্ছে। জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। উক্ত দিবসগুলোর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করে। বিদ্যালয়টির পরিবেশ কোলাহলমুক্ত ও মনোরম। প্রশাসনসহ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা পেলে অত্র বিদ্যালয়টি শহরের একটি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।

মোঃ রমিজ আলম
সভাপতি, দিনাজপুর উচ্চ বিদ্যালয়

উপজেলা নির্বাহী অফিসার,
দিনাজপুর সদর, দিনাজপুর

ডেঙ্গু প্রতিরোধে করনীয়

প্রধান শিক্ষকের বাণী

শ্রদ্ধেয় পিতামাতা / অভিভাবকবৃন্দ
আসসালামু আলাইকুম। আমরা স্কুলের প্রতিটি ছাত্র - ছাত্রীদের একটি করে দৈনিক পাঠের বিবরণী প্রদান করেছি। এই বিবরণীর মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত আপনার সন্তানের প্রতিদিনের লেখাপড়ার ক্রমোন্নতি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। তাই আপনার সন্তানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিদিন এই বিবরণী দেখার এবং লেখাপড়া সংক্রান্ত আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করার অনুরোধ করছি।
শ্রদ্ধেয় পিতামাতা / অভিভাবকগণকে অবশ্যই মনে রাখতে হবে যে, "আপনি আপনার সন্তানের সর্বপ্রথম ও সর্ব উৎকৃষ্ট শিক্ষক এবং আপনার গৃহটি হচ্ছে আপনার সন্তানের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান।" তাই আপনার সন্তানের সাফল্য আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টারই ফল। আমরা পিতা-মাতা / অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এ কারণে শিক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা, পরামর্শ নিয়ে স্কুলে এসে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না। আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে সত্যিকারের মানুষ গড়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলি।
 
ধন্যবাদান্তে - 
মোঃ জিয়াউর রহমান
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
দিনাজপুর উচ্চ বিদ্যালয়, দিনাজপুর

করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

জাতীয় সংগীত

আমাদের বিশেষ বৈশিষ্ট্য

সুদক্ষ শিক্ষক মণ্ডলী

নিয়মিত পাঠদান

সাংস্কৃতিক কর্মকাণ্ড