দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে জানা যায় যে, এই প্রতিষ্ঠানটি আনুমানিক ১৯৩০ সালে গোলাপবাগ মাদরাসা হিসেবে স্থাপিত হয় এবং এটি তখন দিনাজপুর সদরের গোলাপবাগ এলাকায় অবস্থিত ছিল। এর কয়েক বছর পর এই প্রতিষ্ঠানটি বর্তমান স্থানে ১৯৩৮ হতে ১৯৪২ সাল পর্যন্ত দিনাজপুর হাই মাদরাসা হিসেবে যাত্রা শুরু করে। তারপর ১৯৪৩ সালে হাই মাদরাসা কাম হাই স্কুল এ রুপান্তরিত হয় এবং এভাবে ১৯৬৪ সাল পর্যন্ত চলমান ছিল। এরপর ১৯৬৫ সালে অত্র প্রতিষ্ঠানটি পুরোপুরি হাই স্কুলে পরিণত হয় এবং দিনাজপুর উচ্চ বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। অদ্যবধি এই নামেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।
জরুরী হটলাইন
প্রধান শিক্ষকের বাণী
শ্রদ্ধেয় পিতামাতা / অভিভাবকবৃন্দ
আসসালামু আলাইকুম। আমরা স্কুলের প্রতিটি ছাত্র - ছাত্রীদের একটি করে দৈনিক পাঠের বিবরণী প্রদান করেছি। এই বিবরণীর মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত আপনার সন্তানের প্রতিদিনের লেখাপড়ার ক্রমোন্নতি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারবেন। তাই আপনার সন্তানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিদিন এই বিবরণী দেখার এবং লেখাপড়া সংক্রান্ত আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করার অনুরোধ করছি।
শ্রদ্ধেয় পিতামাতা / অভিভাবকগণকে অবশ্যই মনে রাখতে হবে যে, "আপনি আপনার সন্তানের সর্বপ্রথম ও সর্ব উৎকৃষ্ট শিক্ষক এবং আপনার গৃহটি হচ্ছে আপনার সন্তানের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান।" তাই আপনার সন্তানের সাফল্য আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টারই ফল। আমরা পিতা-মাতা / অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। এ কারণে শিক্ষা সংক্রান্ত যে কোন সমস্যা, পরামর্শ নিয়ে স্কুলে এসে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না। আসুন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানকে সত্যিকারের মানুষ গড়ার কেন্দ্র হিসেবে গড়ে তুলি।